উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে হঠাৎই নেমে এলো এক ভয়ানক দুর্ঘটনার অন্ধকার। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণ ঝরে যাওয়া শুধু একটি মর্মান্তিক দুর্ঘটনা নয়—এ যেন পুরো জাতির বুক চিরে বয়ে যাওয়া এক অমানিশার ঝড়।
এই হৃদয়বিদারক ঘটনার পর এক শোকবার্তায় রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আশরাফুল হক রিপন বলেন,
“এ এক অকল্পনীয় বিপর্যয়, যা কোনো বাবা-মা, কোনো শিক্ষক কিংবা কোনো জাতির কল্পনাতেও স্থান পায় না। নিষ্পাপ শিক্ষার্থীদের এই নির্মম মৃত্যু আমাদের শোকাহত করেছে, স্তব্ধ করে দিয়েছে বিবেক।”
তিনি আরও বলেন—
“আমি ব্যক্তিগতভাবে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোক শুধু নিহত পরিবারগুলোর নয়, এ শোক গোটা বাংলাদেশের—এটা আমাদের সামষ্টিক বেদনার অংশ।”
রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আশরাফুল হক রিপন আরও বলেন—
“একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো নিরাপদ জায়গায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমি সরকারের কাছে অনুরোধ জানাই—এই ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই নিশ্চয়তা দিতে হবে।”
শোকবার্তায় তিনি উল্লেখ করেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমরা এই শোকাবহ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
আপনার মন্তব্য প্রদান করুন...