সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

দুই দিনে নেতা হওয়া যায় না, রাজপথে পরীক্ষা দিয়েই বড় হতে হয়: নাদিম হাসান মিঠু

ফাহমিদা এমি / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নাদিম হাসান মিঠু তার বক্তব্যে এনসিপি নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, “বর্তমানে এনসিপির কিছু নেতা এমন ভঙ্গিতে কথা বলেন, যেন তারা রাতারাতি বড় নেতা বনে গেছেন। তারা আজ বিএনপির ত্যাগী, সাহসী ও রাজপথের পরীক্ষিত নেতাদের তাচ্ছিল্য করে কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক। মনে রাখতে হবে, নেতা হওয়া মুখের কথা নয়। নেতা হতে হলে লাগবে ত্যাগ, সাহস, ধৈর্য আর রাজপথে লড়াইয়ের ইতিহাস।”

তিনি আরও বলেন, “নাম বা পদবী বড় হলেই কেউ বড় নেতা হয়ে যান না। রাজনীতিতে জনগণের পাশে দাঁড়ানো, নির্যাতন সহ্য করা, এবং আন্দোলনের মাঠে নিজেকে প্রমাণ করাই প্রকৃত নেতৃত্বের মানদণ্ড। সেই জায়গায় এনসিপির অনেকেই দাঁড়াতে পারেন না।

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গণপিটুনির ঘটনার তীব্র সমালোচনা করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু বলেছেন, “একটি সন্তানের জন্ম নিতে সময় লাগে নয় মাস। সে দাঁড়াতে শেখে দেড় বছরে, হাঁটে ধীরে ধীরে, আর দৌড়াতে শেখে তিন-চার বছরে। রাজনীতিও তেমনই—ধৈর্য, আত্মত্যাগ ও লড়াইয়ের মাধ্যমে নেতা হতে হয়। দুই দিনে এসে নেতা সাজতে চাইলে, সেটি হবে বোকার স্বর্গবাস।”

তিনি আরও বলেন, “এক সময় আমরা আপনাদের নিয়ে গর্ব করতাম। কিন্তু আজ যখন দেখি আপনারা সেনাবাহিনীর ট্যাংকে করে পালান, গোপালগঞ্জে গণপিটুনির মুখে দিশেহারা হয়ে ছুটে বেড়ান—তখন আমরা লজ্জা পাই। যারা রাজপথে পরীক্ষিত নয়, যারা জনগণের পাশে দাঁড়াতে জানে না, তারা হঠাৎ করে নেতা সাজার চেষ্টা করবেন না।”

বিএনপির লড়াকু ইতিহাসের কথা তুলে ধরে মিঠু বলেন, “বিএনপি হলো রাজপথে গড়া দল। গণতন্ত্রের জন্য বছরের পর বছর রক্ত, ঘাম, অশ্রু দিয়ে আন্দোলন করেছে এই দল। তাই বিএনপিকে নিয়ে কথা বলার আগে ভাবুন—এই দলটি শুধু একটি নাম নয়, একটি সংগ্রামের প্রতীক। বিএনপিকে সম্মান দিয়ে কথা বলুন।”

তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..