বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মনিরকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনির বন্দর থানার স্বল্পের চক এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ফারুক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনিরের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ১৪(৮)২৫।
গ্রেপ্তারকৃতকে রোববার (১০ আগস্ট) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৯ আগস্ট) রাতে বন্দর থানার স্বল্পেরচক এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারি মনিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনির দীর্ঘ দিন ধরে স্বল্পেরচক এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।
আপনার মন্তব্য প্রদান করুন...