সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিএনপির শুদ্ধি অভিযান: ৭ জন ‘হট লিস্টে’, গ্রেপ্তারের আতঙ্কে আত্মগোপনে নেতারা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিএনপির শুদ্ধি অভিযান। দলের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিতে মাঠে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমে থাকা কয়েকজন নেতার বিরুদ্ধে এবার সরাসরি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে গিয়েছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েক মাস ধরেই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তিনি একাধিকবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন— দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধে জড়ানো কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শুধু সতর্কবার্তাই নয়, অপরাধে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় নেতৃত্বের এমন কঠোর অবস্থানের পরও, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের কিছু নেতার আচরণে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই সময় সুযোগ বুঝে কয়েকজন নেতা-কর্মী সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল এবং জুট ব্যবসা দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব কর্মকাণ্ডকে ঘিরে দলের ভেতরে বিভাজনও সৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাও ঘটে।

অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রায় ১৫ জন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বিএনপির পক্ষে লিখিত অভিযোগ পাঠিয়েছে বলে জানা যায় । অভিযোগে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। ইতিমধ্যে তদন্ত চলছে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ৭ জনকে রাখা হয়েছে ‘হট লিস্টে’।

দলীয় পর্যায়ে অনেককে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। যারা এখনও তদন্তাধীন, তাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে দলীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এই খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘হট লিস্টে’ কারা আছেন, তা নিয়ে চলছে তীব্র গুঞ্জন। অনেক নেতা ইতিমধ্যেই আত্মগোপনে চলে গেছেন, কেউবা গোপনে আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন গ্রেপ্তার এড়াতে।
এবিষয়ে তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও জননন্দিত রাজনৈতিক দল, তাই দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, “দলকে অপরাধমুক্ত রাখা আমাদের দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থে অপরাধের সঙ্গে জড়িতদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জে এই শুদ্ধি অভিযান শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, কেন্দ্রীয় পর্যায়েও একটি শক্ত বার্তা পৌঁছে দেবে—দলের ভিতরে অপরাধীদের জন্য কোনো আশ্রয় নেই। তবে শেষ পর্যন্ত এই অভিযানের ফলাফল কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..