রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিদ ভূঁইয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। কঠিন সময়ে তিনি আমাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন। আজ আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল রকি, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...