বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৫ (আগস্ট) ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন ।
শনিবার ( ১৬ আগস্ট) রাত নয়টায় শহরের চাষাড়া বালুর মাঠ হার্ট সেন্টার সংলগ্ন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দল সভাপতি, মোঃ আবু আল বেলাল খান বিল্লাল, সভাপত্বিত করেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মুছা মিয়া,
যুগ্ম সম্পাদক, মিঠু আহম্মেদ, সাজু, সঞ্চালনায় ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মবার্ষিকী উপলক্ষে সকল দেশবাসীর কাছে দোয়া চেয়ে তার রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় দোয়া সম্পূর্ণ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ওলামা দলের সভাপতি, হাফেজ মোঃ সাব্বির আহম্মেদ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আব্দুল কাইউম।
সহ-সভাপতি, ইমন হোসেন, দিদার, মোঃ আক্তার, মোঃ সাকিব মোঃ স্বপন মোঃ কিরন, মোঃ আব্দুল হক, মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক, মোঃ কাওছার আহম্মেদ জুলহাস, দপ্তর সম্পাদক, মোঃ নজমুল হাসান সাকিব, আরও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, মোঃ শহিদ, কৃষক দল নেতা নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক, রানা মুন্সি, মোঃ সুহেল, সাজু আহম্মেদ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...