সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু – কয়ছর এম আহমেদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য  বিএনপির  সাধারণ সম্পাদক  কয়ছর এম আহমদ বলেছেন, আওয়ামীলীগ উন্নয়ন এর নাম করে দেশকে ধ্বংসের  দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো আওয়ামীলীগ সরকার জগন্নাথপুরের বুক চিড়ে বয়ে চলা নলজুর নদী খননের নামে নিজেদের পকেট ভারী করেছে। এমনকি এই নদীকে সরু খালে পরিনত করেছে। যার ফলশ্রুতিতে জগন্নাথপুরবাসী নৌপথে চলাচল ও কৃষি জমিতে সেচ কার্যক্রম সহ নানামুখী সমস্যার সম্মূখীন হয়ে পড়েছেন। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে জনগন রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টন জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করে নলজুর নদী সহ ভরাট হওয়া খাল খননের মাধ্যমে কৃষক-কৃষাণীর মুখে হাসি ফুটাতে চেষ্টা করব। তিনি আরও বলেন, যারা নির্বাচনে গেলে একটি আসনও পাবে না তারাই নির্বাচনে বিরোধীতা করছে। যাঁরা নির্বাচনের বিরোধীতা করছে তারা দেশের শত্রুও গণতন্ত্রের শত্রু। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচন বানচালের চেষ্টা করা হলেও বিএনপি দেশের জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে নির্বাচন আদায় করে ছাড়বে। তিনি জগন্নাথপুর এর নলজুর নদীর উপর নির্মাণধীন আর্চ ব্রীজের কাজের ধীরগতির কারনে যে জনদূভোগ সৃষ্টি হয়েছে এর জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথপুরের প্রাণ কেন্দ্রের এই ব্রীজের কাজ স্লো গতিতে হওয়ায় জগন্নাথপুর পৌরবাসী ও জগন্নাথপুর উপজেলাবাসী সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে দৈনন্দিন কাজে যানবাহনে ও পায়ে হেঁটে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাচ্ছেন। জনদুর্ভোগ লাগবে এই ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। এবং বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে  জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে  মডেল উপজেলায়  রূপান্তরিত  করতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ১৯ আগষ্ট বিকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ।

জগন্নাথপুর পৌর সভার ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক  মোঃ সামছুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এম এ মতিন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার।

আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সামছুল হক সমছু, যুগ্ম আহবায়ক তকবুর মিয়া , যুক্তরাজ্য যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ফারুক আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন,

জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিবুর রহমান শিশু, আনোয়ার হোসেন আনহার,  কবির মিয়া, হাবিবুর রহমান হাবিল, পৌর যুবদল নেতা আবুল হোসেন রাব্বি, পৌর বিএনপির নেতা শাহ আব্দুল কাহার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সফিকুল ইসলাম খেজর,কলেজ ছাত্রদল সভাপতি জাকারিয়া আহমদ, সহ- সভাপতি মারজান চৌধুরী, কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক সাখাওয়াত, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন  ক্বারী মোঃ ফয়জুর রহমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..