সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

এড. সাখাওয়াত হোসেন খানের জন্মদিনে আইনজীবীদের মিলনমেলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী এড. মো. সাখাওয়াত হোসেন খানের ৫৭তম জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের পাশে হিমালয় চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্তরের অসংখ্য আইনজীবী উপস্থিত থেকে এড. সাখাওয়াত হোসেন খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনে অগ্রগতি কামনা করেন।

এড. সাখাওয়াত হোসেন খান কেবল একজন দক্ষ আইনজীবী নন, তিনি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বে মহানগর বিএনপি আরও সুসংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।

পরিশেষে কেক কেটে সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং বিশেষ মোনাজাতে তার সুস্থতা, পারিবারিক শান্তি ও দীর্ঘ রাজনৈতিক যাত্রার সফলতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. সরকার হুমায়ুন কবির এড. আনোয়ার প্রধান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ প্রার্থী শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক প্রার্থী রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান, ও অন্যান্য সাধারণ আইনজীবীরা।

এ আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত আইনজীবীদের মাঝে ছিল এক ভ্রাতৃত্বপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..