আগামীকাল ২২ আগস্ট, শুক্রবার, বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ টু ঢাকা রুটে বাসের ভাড়া অযোক্তিকভাবে ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করবে গণসংহতি আন্দোলন।
নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, দলের ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজন, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অভ্যুত্থান পরবর্তী সময়ে একবার বাসের ভাড়া অযোক্তিক ভাবে ৫৫ টাকা করা হয়। সে সময় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক নেতৃবৃন্দ ৪৫ টাকা বাসের ভাড়া নির্ধারণের পক্ষে যৌক্তিকতা পেশ করেন। সেসময় তৎকালীন ডিসির মধ্যস্ততায় বাস মালিকদের সার্বিক দিক বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারিত হয়। কিন্তু সেই সিদ্ধান্তের ৯ মাস অতিবাহিত না হতেই আবারও বাসের ভাড়া ৫৫ টাকা করেছে বাস মালিকরা। যেখানে কোনপ্রকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়নি, সেখানে বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান জানাই। একইসাথে এই অযোক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।
আগামীকালকের কর্মসূচিতে সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বন্ধুদের উপস্থিতি আমরা আশা করছি।
বার্তা প্রেরক
রাকিবুল হাসান দ্বিপু
দপ্তর সম্পাদক
গণসংহতি আন্দোলন
নারায়ণগঞ্জ জেলা
আপনার মন্তব্য প্রদান করুন...