বগুড়ার শেরপুরে কুড়িগ্রামের বেপারী হাট থেকে নাবিল পরিবহনে যাত্রী সেজে মাদক বহনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন লিটন শেখ (৪০), পিতা কাশেম শেখ ও পলাশ (২৭), পিতা লিমন। দুজনেই নাটোর জেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতির সময় ঘটনাটি ঘটে। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের গাড়িতে হানিফ পরিবহনের এক ড্রাইভার যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। তিনি সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পরিবহনের সুপারভাইজার, হেলপার ও অন্যান্য যাত্রীদের সহযোগিতায় দুইজনকে আটক করেন। এসময় তাদের বহন করা দুটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় সিমেন্টের সাদা বস্তার মধ্যে লুকানো প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে তাদের হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...