জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ রাবেল(২০) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সুনামগঞ্জের ছাতক ক্যাম্পের (জগন্নাথপুর দায়িত্বাধীন) ২৫ সদস্যের একটি টহল টিম ও জগন্নাথপুর থানা পুলিশের রাত্রীকালীন জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ হাদী আব্দুল্লাহ ও এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ২০ শে আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুর গ্রাম নিবাসী এলাইছ মিয়াী ছেলে রাবেল মিয়া (২০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি ০১ (এক) টি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, খ) ০২ (দুই) টি পুরাতন পাইপ গান, গ) ০১ (এক) টি লাল রংয়ের কার্তুজ ঘ) ০১ (এক) টি লোহার তৈরি ক্লিনিং রড, ঙ) ০১ (এক) টি পুরাতন চাপাতি, চ) ০৬ (ছয়) টি পুরাতন কাঠের বাটযুক্ত ছুরিস উদ্ধার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে( জগন্নাথপুর থানার মামলা নং-০৯, তারিখ- ২১/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- 19A/19(f) The Arms Act, 1878)। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২১শে আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
আপনার মন্তব্য প্রদান করুন...