নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পামওয়েল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বন্দর থানাধীন বোজেরগাঁও এলাকার নাসির মিয়ার বাড়ির গোডাউন ও সংলগ্ন চায়ের দোকান থেকে এসব তেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তি করে অভিযান চালিয়ে ২৮ ড্রাম কাগজপত্রবিহীন চোরাই কোয়ালিটি পামওয়েল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ঘটনায় চোরাই মাল ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
১। মো. শাহাদাত হোসেন (৩০), পিতা শফিউদ্দিন শেখ ও মাতা শাফিয়া বেগম।
২। শামীম (৩১), পিতা আলতাফ হোসেন ও মাতা বিলকিস বেগম।
গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ জেলার বন্দরের ভদ্রাসন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই তেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পামওয়েল থানায় জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...