মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু

মিন্টু ইসলাম / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় দুই শিশুপুত্রকে রেখে স্বামীর জমানো টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ গৃহবধূর নাম আয়শা সিদ্দিকা (২৬)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী জহুরুল ইসলাম।

‎ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে।
‎নিখোঁজ আয়শা সিদ্দিকা ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

‎ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আয়শা সিদ্দিকা ঘরের আলমারি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৬ আনি স্বর্ণালঙ্কার নিয়ে গৃহত্যাগ করেন। এ সময় তিনি তার ৫ বছর বয়সী ছেলে ইসরাফিল ও ৩ বছর বয়সী ছেলে রাফায়েত হোসেন রাফিকে বাড়িতে রেখে যান।

‎স্বামী জহুরুল ইসলাম জানান,“আমার দীর্ঘ ৮ বছরের সংসারজীবনে দুটি ছোট ছেলে রয়েছে। স্ত্রী ঘরের সব টাকা-পয়সা ও গহনা নিয়ে হঠাৎ পালিয়ে গেছে। মায়ের জন্য কান্না করতে করতে দুই সন্তান অসুস্থ হয়ে পড়েছে। আমি ধারণা করছি, ফেসবুকে পরিচিত কোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।”

‎তিনি আরও বলেন, “আমার জমানো সমস্ত সহায়-সম্বল শেষ হয়ে গেছে। আমি এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

‎এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ বলেন, “ওই গৃহবধূর স্বামী থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..