সংবাদ শিরোনাম :
বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার : গ্রেপ্তার ২ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান – প্রভাষক আতাউর রহমান ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন গোলাম ফারুক খোকনের বাবা হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ড্রেনে গ্যাস জমে সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার শেরপুর উপজেলায় আইনসৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত  গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি,আতংকিত এলাকাবাসী
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার : গ্রেপ্তার ২

মিন্টু ইসলাম / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ নামক দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মাল ক্রয়ের অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

‎চুরির এ ঘটনা ঘটে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় অবস্থিত ‘আর. জে. ইন্ডাস্ট্রিজ’ নামক প্রতিষ্ঠানে, যা ‘রিতা এন্টারপ্রাইজ’-এর সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন হোসেন (২৮), পিতা নেহেরুল ইসলাম, সাং বিহারপুর, থানা আক্কেলপুর পৌরসভা, জেলা জয়পুরহাট—এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

‎চুরির বিবরণঃ বাদীর ভাষ্যমতে, ২১ আগস্ট রাত ৯টার দিকে কাজ শেষে তিনি বাসায় যান। ২৩ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানের এক কর্মচারী ফোনে তাকে জানান যে, পিভিসি ফ্লোরে ডাইচ নাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়েছে।

‎চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: ৬” ইঞ্চি পাইপ তৈরির গোরানি – ১টি গ্লাস – ২টি নজেল – ৮” ইঞ্চি ১টি, ৬” ইঞ্চি ১টি, ৫” ইঞ্চি ১টি, ৪” ইঞ্চি ১টি (মোট ৩টি) সকেট ডাইস – ৮” ইঞ্চি ও ৬” ইঞ্চি
‎চোরাই মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১,২৮,০০০/- টাকা।

‎পরবর্তীতে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২ আগস্ট দুপুরে অজ্ঞাতনামা চোরেরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।

‎গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকায় ‘আলিফ আইরোন’ দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

‎অব্যাহত তদন্তঃ পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..