চট্টগ্রামে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৩ শে নভেম্বর শনিবার সকাল ১০:০০ টায় মহানগরীর আগ্রাবাদ সফটওয়্যার টেকনোলজি অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারের পক্ষে ডাবলমুরিং থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)আরিফ ফয়সাল।অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ডাক্তার আব্দুর রহমান (এমডি,নিরাপদ হজ্ব গ্রুপ) সভাপতিত্ব করেন এস এম গিয়াসউদ্দিন সম্রাট(যুগ্ম মহাসচিব সিএইচআরএম),সঞ্চালনা করেন আনোয়ার জাহিদ,সালেহউদ্দিন আহমেদ, মো:মিজানুর রহমান মোস্তফা
প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-এ্যাড.জিয়াউর রহমান (চেয়ারম্যান, সিএইচআরএম),ডক্টর মুজাহিদুল ইসলাম (নির্বাহী প্রধান, সিএইচআরএম),এস.এম শিব্বির আহম্মেদ (সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিএইচআরএম),এ্যাড.মফিজল হক ভুইঁয়া (পিপি, সেশন জজ কোর্ট)এ্যাড.ইব্রাহিম পাটোয়ারী পলাশ (এডিশনাল পিপি,জজ কোর্ট) এ্যাড.মো:ইব্রাহিম (এডিশনাল পিপি,জেলা ও দায়রা জজ আদালত, এম,এস মিজানুর রহমান(মহাসচিব,সিএইচআরএম)এ্যাড একেএম.শাহারুজ্জামান (ভাইচ চেয়ারম্যান) সিএইচআরএম,আফরোজা সুলতানা(ভাইস চেয়ারম্যান, সিএইচআরএম) সহ প্রমুখ।অনুষ্ঠান চলাকালীন সময় মানবাধিকার এই সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করে সকল অতিথিবৃন্দ এইচএম গিয়াসউদ্দিন সম্রাটের বহুয়সী প্রশংসার কথা তুলে ধরেন। অপরদিকে পুলিশ কমিশনারের পক্ষে ডাবল মুরিং থানার ইনচার্জ ওসি তদন্ত বলেন,সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের অনুষ্ঠান ও কার্যক্রম খুবই ভালো লেগেছে।তিনি আইনানুগ যে কোন সহযোগিতায় মানবাধিকার এই সংগঠনের পাসে থাকবেন বলেও আশ্বস্ত করেন।
এ.কে আজাদ,চট্টগ্রাম :
আপনার মন্তব্য প্রদান করুন...