সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে এ দোকানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উপজেলার আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুর রহমান, আব্দুল্লাহ আল সাদিক, আব্দুর রহমান সিজান ও মো. সজিব ন্যায্য মূল্যের দোকানে বিভিন্ন পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেন।তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন বদলগাছী উপজেলা প্রশাসন।
আজ আলু এবং পেঁয়াজ দিয়ে পণ্য বিক্রয় শুরু করা হয়। পেঁয়াজ প্রতি কেজি ১১৫ টাকা এবং আলু প্রতি কেজি ৭২ টাকা দরে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বাজারে নিত্য ও প্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক ঊর্ধ্বগতি। কিছু কিছু পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের এই দুর্দশা লাঘব করার জন্য আজ আলু এবং পেঁয়াজ বিক্রির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম শুরু করা হলো। যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পর্যায়ক্রমে সেসব পণ্য আমরা কিনে নামমাত্র লাভে বিক্রয়ের চেষ্টা করবো।
উক্ত বিষয়ে ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, নিত্য পণ্যের দাম যেহালে বাড়তে শুরু করেছে আর দুইদিন পর পণ্যগুলো আমাদের নাগালের বাহিরে চলে যাবে। আজ ন্যায্য মূল্যের দোকান থেকে পণ্য ক্রয় করতে পেরে আমরা অনেক খুশি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষ যাতে অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে কারণে আমরা অল্প কিছু পণ্য দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পণ্য আরো বৃদ্ধি করা হবে এবং খুবই অল্প লাভে এ পণ্যগুলো বিক্রয় করা হবে যাতে দোকানের পরিচালনা খরচটা বহন করা যায়।

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..