সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় নদী গোছল করতে নেমে তিনজন নিখোঁজ, মরদেহ উদ্ধার-২

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বগুড়ার তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নদীতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হন। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন যুবক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক। বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে বন্ধুদের সঙ্গে ঈদে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরাজুল ইসলাম তমাল (১৮) তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির অংশ হিসেবে তমাল মেঘাই ঘাটে আসে এবং পানিতে নামার কিছুক্ষণ পর সে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
অন্যদিকে,
বগুড়ার শেরপুর উপজেলার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পলি রানী সাহা (৪৫)। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের বাসিন্দা রামচন্দ্র সাহার স্ত্রী।
মঙ্গলবার দুপুরে তিনি সীমাবাড়ী ঘাটে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর গভীরে তলিয়ে যান। স্থানীয়রা জানা যায়, নদীতে পানি ও স্রোতের পরিমাণ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়েতে বেড়াতে এসে ফাতেমা আদুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী বাঙ্গালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া এলাকায় বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির গভীরে তলিয়ে যান তিনি। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..