জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে সাহাব উদ্দীন(৫২) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বুরাইয়া গ্রাম নিবাসী মৃত সিরাজ আলীর ছেলে সাহাব উদ্দীন (৫২) গতকাল ২৩শে মে দুপুরে বাড়ীর পার্শ্বে আম গাছের ডাল কর্তন করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ এর তার ছিঁড়ে এই ব্যক্তির শরীরে পড়ে যায়। এতে সাহাব উদ্দীন (৫২) ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা গণমাধ্যমকে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত সাহাব উদ্দীন এর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...