নারায়ণগঞ্জের বন্দর ২৩ নং সিটি কর্পোরেশন সংকুচিত রাস্তায় অবৈধ ড্রেজারের পাইপ স্থাপনে বাধা দেওয়ার জেরে এলাকাবাসীর উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংকুচিত রাস্তায় অবৈধ ড্রেজারের পাইপ স্থাপন করে রাখায় এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। শুক্রবার বিকেলে নতুন লোহার পাইপ স্থাপন করার সময় স্থানীয় বাসিন্দা রকিব (৫৫) ও রাসেল (৪২) বাধা দিলে তাদের লাঞ্ছিত করা হয়।
এরপর কবিলের মোড়ের সন্ত্রাসী শাহীন আহমেদ সৌরভ, তার ভাই রাজিব, আমান, সুমন, পাপ্পু, জিসান, সানী, আকাশ, হালিম, ও আক্তারসহ ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, সৌরভ আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি বর্ষণ করে।
হামলার সময় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় মসজিদের মাইকে “ডাকাত পড়েছে” বলে ঘোষণা দেয়। এতে বিক্ষুব্ধ জনতা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...