সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস এর বার্ষিক পিকনিকে দেয়া খাবার খেয়ে শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস এর বার্ষিক পিকনিকে দেয়া খাবার খেয়ে শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টসে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে দেওয়া খাবার খেয়ে প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা আদমজীস্থ আলিফ জেনারেল হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতর পিকনিকের আয়োজন করা হয়।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কারখানাটির পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাসহ সঙ্গে থাকা পরিবারের সদস্যদের খাবার দেওয়া হয়। পরবর্তীতে ঘণ্টাখানেক না যেতেই ঘটনাস্থলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামের কোয়ালিটি অফিসার জানিয়েছেন, দুপুরের খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ইসরাফিল নামের এক গার্মেন্টসকর্মী বলেন, প্রতি বছর এই সময় বনভোজনের আয়োজন করা হয়। কখনো এমন সমস্যা হয়নি। এবার কী কারণে এমন হলো তা বুঝতে পারছি না। হয়ত খাবারে কোনো সমস্যা ছিল।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ বলেন, আমাদের এখানে ২২ জন অসুস্থ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইপিক-১ গার্মেন্টস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, খাবার খেয়ে ওই গার্মেন্টসের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..