ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনারসূত্রে জানাযায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে লামাপাড়া এলাকায় জোবিঅ ক্রাশ প্রোগ্রাম নামে একটি অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে হঠাৎ স্থানীয় অবৈধ গ্যাস সংযোগকারি বশির হাজীর নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিতে চেষ্টা করেন বশির। শুধু তাই নয়, ওই সাংবাদিকসহ সকল কর্মকতা কর্মচারীদের প্রকাশ্যে গালিগালাজসহ হুমকি ধমকিও প্রদান করেন তিনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ওই এলাকায় ক্রাশ প্রোগ্রাম বন্ধ করে দেন কর্মকর্তারা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা।
এরপর দুপুর দেড়টায় পশ্চিম লামাপাড়া-পূর্ব রামারবাগ এলাকায় জোবিঅ ক্রাশ প্রোগ্রাম নামক এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ১৬টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তার মধ্যে শুধুমাত্র বকেয়ার জন্য ৭টি সংযোগ, অনুমোদন অতিরিক্ত চুলার জন্য ৫টি সংযোগ ও অবৈধ জন্য ৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার মধ্যে মোট অবৈধ চুলা ৩৬টি এবং মোট বকেয়া ৭ লক্ষ নব্বই হাজার ছত্রিশ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, জোবিঅ নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান এবং আবিবি নারায়ণগঞ্জের ইসিসি শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ানসহ আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...