ফতুল্লার কাশীপুর পশ্চিম ভোলাইল এলাকার আজিজ মেম্বার মার্কেটের টিনশেড দোকান গুলোতে ৷ গত রাত আনুমানিক ২ টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার পর আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জলন্ত আগুনের কারনে আশে পাশের দোকান গুলোতে ও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে । স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাতেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে এখনো এলাকা বাসীর সহযোগীতায় উদ্ধার কার্যক্রম চলছে বলে জানা গেছে এবং দূর্ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করা হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...