বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের পূর্ব ও মধ্য অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের ছাতিয়ানী-শেরপুর একমাত্র সংযোগ সড়কের দু’পাশে পুকুর থাকায় অতিবৃষ্টিতে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সড়কের দুই প্রান্তে মাটি ধসে পড়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কটি ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রামের মানুষের। এতে ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হবে ১১ কিলোমিটার ঘুরে। স্থানীয় বাসিন্দা চান মিয়া জানান, এই রাস্তাটাই আমাদের একমাত্র ভরসা। বাজারে যেতে, স্কুলে বাচ্চাদের আনতে নিতে সব কিছুতেই এই সড়কটি ব্যভহার করা হয়। কয়েকদিনের বৃষ্টিতে পাড়ের মাটি ধসে পড়েছে। রাস্তায় ফাটল দেখা দিয়েছে। যদি ভেঙে যায়, তাহলে আমাদের গ্রামে ঢোকা ও বের হতে প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে আসতে হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে অতিবৃষ্টি বা আরও পানিবৃদ্ধি ঘটলে রাস্তা ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা এলাকাবাসীর জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে। তাই দ্রুত সড়কটি মেরামত করতে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।
খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, আমি সড়কটি দেখেছি, খুব খারাপ অবস্থায় আছে এটি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি উপর মহলে বলে দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা কার হবে। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন পিয়ার জানান, বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও এলজিইডি অফিসে লিখিতভাবে জানাচ্ছি। জরুরি বরাদ্দ পেলে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে। আপাতত আমরা স্থানীয়ভাবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিব যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।
আপনার মন্তব্য প্রদান করুন...