সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় দিনব্যাপী উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ধুনট আসনের বগুড়া-৫ ও বগুড়া-৬ এর বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশের গণতন্ত্র টুকরো টুকরো করে দিয়েছে। শতবছরের প্রাচীণ মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে উঠেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত সহপাঠী-বন্ধু ও পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন পুরণো সব স্মৃতি খুঁজে ফিরছিলেন। স্মৃতিচারণে সবাই ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে। প্রথমে শেরপুর মাদ্রাসা গেট থেকে শেরপুর শহর র‍্যালী করা হয়, পরে অতিথিসহ সকলের খাবার ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। প্রাক্তন ছাত্র অধ্যক্ষ আব্দুল হাই বারীর সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এফ এম এ এইচ তাকী, আরবী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. শেখ মুহা. আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা জামায়াতের নায়েবে আমির নাজমুল হক, প্রাক্তন শিক্ষার্থী ড. আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সাত্তার, অ্যালামনাই ব্যাংকার শরীফ উদ্দিন প্রামাণিক, আব্দুল আলীম, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের অতিথিসহ উৎসবে অংশ নেওয়া সব প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সেইসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..