বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি ঘর ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অনুমান ২ লক্ষ ৫২ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ১৫/১৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (০৭ই জুলাই) বেলা অনুমান ১১টার দিকে উপজেলার ১০নং গোপালনগর ইউনিয়নের বিশাড়দিয়াড় গ্রামের আব্দুস সালাম এর ছেলে কৃষক ফরিদুল ইসলাম বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। উপজেলা শহর হতে ঘটনাস্থলে দূরে হওয়ার ফলে ফায়ার সার্ভিস দল পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে।
ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...