বগুড়া জেলার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি অটোর মুখোমুখি সং’ঘর্ষে’ দুটি অটোই দুমড়ে মুছে যায় পর পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মহিপুর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দ্রুতগামী দুটি অটো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, এর মধ্যেই পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে তিনটি যানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনায় অন্তত ১জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই মহিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শেরপুর হায়রে থানার ওসি আজিজুল হক বলেন, “দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আপনার মন্তব্য প্রদান করুন...