সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

বগুড়া শেরপুরে সুদের টাকা না পেয়ে অঞ্জলীর গাভি নিয়ে গেল সুদখোররা

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুরে সুদের টাকার জন্য গাড়ী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার ছিরেন বর্মন বিরুদ্ধে, অশোক ও গৌতম নামে কয়েকজন সুদ কারবারির বিরুদ্ধে। ৫০ হাজার টাকা নিয়ে সুদসহ ৭০ হাজার টাকা পরিশোধ করার পরে আরও ৫০ হাজার টাকার দাবিতে গাড়ীটি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অঞ্জলী রানী (৪৫)।
এলাকাবাসী ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের প্রমের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, হফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের হেলে অশোক বর্মনের কাছ থেকে দুই বছর আগে ২০ হাজার টাকা ঋণ নেন। অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশকিছু দিন হলো তারা আরও ৫০ হাজার টাকায় বাধিয়ে নামা কলম হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠের মধ্য থেকে অঞ্জলির সাত মাসের গর্ভবতী গাভী জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলি আনতে গেলেও গাড়ীটি আমারে দেয়নি আমাকে ৫০ হাজার টাকা ছাড়া গাড়ী দেবে না বলে জানায়। এলাকাবাসী জামাল, তারা সমিতির নাম করে এলাকায় দীর্ঘদিন যা মানুষকে টাকা দেয় এবং জোর করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। বিশালপুর ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য পবন বলেন, ছিরেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম, ৫০ হাজার টাকা ছাড়া গাভী দেখে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রবিবার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..