সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, সন্তান হাসপাতালে চিকিৎসাধীন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ওভারব্রিজের উপরে গাউছিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাদের শিশু সন্তান মো. সিফাত (১১) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন—মো. আলমগীর খান (৪০) ও তার স্ত্রী সাবিহা চৌধুরী (৩২)। নিহত সাবিহা চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কামাল নগরের শাজাহান চৌধুরীর মেয়ে। সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ গুরুতর আহত অবস্থায় সাবিহা চৌধুরী ও তার শিশুসন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সিফাতের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, ‘সাদিয়া চৌধুরী তার স্বামীর সাথে একমাত্র সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে আজ বিকেলের দিকে বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় তারাবো বিশ্বরোড ওভারব্রিজের উপর গাউছিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তা ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা তিনজন। এতে ঘটনাস্থলেই সাবিহার স্বামী আলমগীর খান নিহত হন। তার মরদেহ রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে আমরা গুরুতর আহত অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাবিহা আর বেঁচে নেই। বর্তমানে জরুরি বিভাগে গুরুতর আহত শিশু সিফাতের চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাবিয়া চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তারা আহত শিশুটির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..