সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, সন্তান হাসপাতালে চিকিৎসাধীন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ওভারব্রিজের উপরে গাউছিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাদের শিশু সন্তান মো. সিফাত (১১) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন—মো. আলমগীর খান (৪০) ও তার স্ত্রী সাবিহা চৌধুরী (৩২)। নিহত সাবিহা চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কামাল নগরের শাজাহান চৌধুরীর মেয়ে। সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ গুরুতর আহত অবস্থায় সাবিহা চৌধুরী ও তার শিশুসন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সিফাতের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, ‘সাদিয়া চৌধুরী তার স্বামীর সাথে একমাত্র সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে আজ বিকেলের দিকে বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় তারাবো বিশ্বরোড ওভারব্রিজের উপর গাউছিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তা ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা তিনজন। এতে ঘটনাস্থলেই সাবিহার স্বামী আলমগীর খান নিহত হন। তার মরদেহ রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে আমরা গুরুতর আহত অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাবিহা আর বেঁচে নেই। বর্তমানে জরুরি বিভাগে গুরুতর আহত শিশু সিফাতের চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাবিয়া চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তারা আহত শিশুটির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..