সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

বিকল হওয়া ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল হওয়া একটি ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাক
বুধবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের চালক মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।

নিহত দুই ট্রাকচালক হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকটি উদ্ধার করার জন্য আরেকটি বড় লরি ট্রাকের সাহায্যে চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আলুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ একজনকে আটক করেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বলেন, খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশের টিম তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..