বিজয় দেখেছি
কলমে:মু্ফিজুর রহমান নাহিদ
বিজয় দেখেছি আমি একাত্তরে
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে।
বিজয় দেখেছি এই ডিসেম্বরে
বীর বাঙালির প্রতি ঘরে ঘরে।
বিজয় দেখেছি রেসকোর্স ময়দানে
পাক হানাদার এর আত্মসমর্পণে।
বিজয় দেখেছি প্রিয়ার দুই নয়নে
মায়ের হাসি মাখা চোখের কোণে।
বিজয় দেখেছি আমি চব্বিশে
ছাত্র জনতার জমাট আক্রোশে।
বিজয় দেখেছি প্রবল বিশ্বাসে
বিপ্লবী আমজনতার হরিষে।
বিজয় দেখেছি কিষাণীর চোখে
সন্তান হারা মায়ের মলিন মুখে।
বিজয় দেখেছি ভাইয়ের লাল রক্তে
রাঙানো রাজ পথের পাঁচই অগাষ্টে।
আপনার মন্তব্য প্রদান করুন...