সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গারো আদিবাসীদের  ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ওয়ানগালা।

মধুপুরের জলছত্র ও পীরগাছা মিশনে খ্রীস্ট রাজার পর্ব ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়, গারো আদিবাসীদের ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ চর্চা ও অতীত ইতিহাসকে ধরে রাখার জন্য  প্রতি বছর জাঁকজমক পূর্ণ ভাবে এই ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়। কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর সহায়তায় রবিবার দিনব্যাপী নানাভাবে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পীরগাছা মিশনে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু মহামান্য কার্ডিনাল রেভা: প্যাট্রিক ডি রোজারিও মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা ফাদার এপলো রোজারিও সিএসসি,। প্রথম পর্বে  শুরুতে থক্কা, মিসা উৎস্বর্গ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সারাদিন ব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।

মধুপুর বনাঞ্চলের গারোদের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান এই ওয়ানগালার আয়োজনে দেশি-বিদেশি অতিথি ছাড়াও ধর্ম-বর্ণ নির্বশেষে হাজার হাজার লোক সমাগম হয়।

আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, মানুষের জীবন ও জীবিকার জন্য প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতাদের সৃষ্টি এবং দান। দেবতা তাতারা পৃথিবী এবং সালজং পার্থিব ফসলাদি সৃষ্টি করেছেন। সুষিমি দেবতা রোগ নিরাময়কারী ও ঐশ্বর্য দানকারী। তাই এসব দেবতার দান করা সম্পদ ও ফসলাদি ব্যবহার করার আগে প্রকৃতি ঘনিষ্ঠ গারোরা তাদের উৎপাদিত ফসলাদি সুষিমি,সালজংসহ অন্য দেবতাদের উৎসর্গ করে। দেবতাদের উৎসর্গ করা ছাড়া গারোরা ফসল ব্যবহার করে না। ফসল উৎসর্গের এই আনুষ্ঠানিকতাকেই গারো ভাষায় ‘ওয়ানগালা’ বলা হয়

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..