নারায়ণগঞ্জ রিভারভিউ মার্কেটের ব্যবসায়ী মো. আঃ রশিদকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি অভিযোগ করেছেন আঃ রশিদ।
আঃ রশিদের অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ২৬৬/১ সালেহ নগর রোডের শাহী মসজিদ এলাকায় থাকি।আমি নারায়ণগঞ্জ থানায় হাজির হয়ে জুলহাস (৭৫) এর নামে একটি অভিযোগ করি। তার পিতার নাম হাজী হাফেজ, সাং- রিভার ভিউ কমপ্লেক্স ২য় তলা, টানবাজার, থানা ও জেলা নারায়ণগঞ্জ। আমি পজিশন খরিদ সূত্রে মালিক এই গোডাউনটি । গোডাউনটির মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা, যার মধ্যে ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পরিশোধ করে দিয়েছি। যাহার সম্পূর্ণ কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু বিবাদী জুলহাস আমার পজিশন খরিদকৃত সূত্রে বর্ণিত গােডাউনটি প্রতারনামূলক ভাবে আত্মসাতের পায়তারায় লিপ্ত হইয়াছে।
তারই সূত্র ধরে গত ২০শে নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ বুধবার আনুমানিক বিকাল ৩ টার সময় বিবাদী জুলহাস অত্র থানাধীন টানবাজারস্থ রিভার ভিউ কমপ্লেক্স এর মাঝের সিড়ির সংলগ
আপনার মন্তব্য প্রদান করুন...