রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
মৃত ব্যাক্তিরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার শামসুল হকের ছেলে শামিম ইসলাম ও তার স্ত্রী জাহানারা। তারা রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাউয়ারচর নয়াপাড়া এলাকার আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত শনিবার ভোরে আবু মুসা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বিকট শব্দে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারা দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করান। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। মৃতদের লাশ তাদের গ্রামের বাড়ি রংপুরে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্যাসলাইন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই ঘটনায় দগ্ধ শামীম ইসলাম ও তার স্ত্রী জাহানারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের লাশ পরিবারের অনুরোধে বিনা সুরতহালেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...