আজ ১৯ আগস্ট মঙ্গলবার প্রজাতন্ত্রী বাংলাদশ সরকার ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বগুড়া জেলার শেরপুর উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১০৩ কেজি , রুই, কাতলা, স্বর পুঁটি, মৃগেল মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। জানা গেছে, শেরপুর উপজেলার মৎস্যবীজ উৎপাদন খামার ও উপজেলা মৎস কর্মকর্তার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান। এসময় বগুড়া জেলার মৎস্য কর্মকর্তা কালীপদ রায়,
শেরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার, মৎসজীবিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...