ট্যাংক লরির চাকায় পিষ্ট হয়ে মাসুদ(৩১) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মদনপুর- মদনগঞ্জ সড়কের নয়ামাটি ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ বন্দরের ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া খালপাড় এলাকার আবদুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে ট্রিপ দিতে বের হন মাসুদ। অটোরিকশাটি নয়ামাটি ভাংতি এলাকায় এলে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্যাংকলরি রিকশাটিকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটেরিকশা চালক মাসুদ মারা যান । তবে অটো রিকশায় কোন যাত্রী ছিলনা বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...