বগুড়া শেরপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের সভাকক্ষে ‘শেরপুর সংস্কৃতি পরিষদ’ এর আয়োজনে হেমন্তকালীন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর পৌর শাখার আহবায়ক শাহাবুল করিম, ডা. মনিরুজ্জামান স্বপন ও ডা. রাফসানা জাহান রিম্মী। সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান ও সাংগঠনিক সম্পাদক রুবেল রানা।
আলোচনা পর্ব শেষে সুর-সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম ও রোজিনা আলীম এর পরিচালনায় হেমন্তকালীন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন আজমাইন আরহাম প্রান্ত, রেজওয়ান হাসান শিশির, অমিত হাসান মুক্ত, মারিয়াম, নৌশিন তাবাসসুম উর্মি, প্রীতি, সেলিনা সুলতানা লিখন, নাহিদ হাসান রবিন, অরিয়া, দিয়া, ফারিয়া, প্রিয়তি, রুহি, রিহ্নিতা, হৃদিতা, অনন্যা, রুপ, রাজ, শ্রেয়ান, সেতু ও অন্যান্য শিল্পীবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬টা হতে একটানা রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলেছে।
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...