শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মোমবাতি প্রোজ্জ্বল করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রহুল আমীন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মাসুম বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, কৃষি অফিসার কাউছার আহমেদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় মোমবাতি প্রোজ্জ্বলন করা হয়েছে।
এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
আপনার মন্তব্য প্রদান করুন...