সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় দিনব্যাপী উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ধুনট আসনের বগুড়া-৫ ও বগুড়া-৬ এর বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশের গণতন্ত্র টুকরো টুকরো করে দিয়েছে। শতবছরের প্রাচীণ মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে উঠেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত সহপাঠী-বন্ধু ও পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন পুরণো সব স্মৃতি খুঁজে ফিরছিলেন। স্মৃতিচারণে সবাই ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে। প্রথমে শেরপুর মাদ্রাসা গেট থেকে শেরপুর শহর র‍্যালী করা হয়, পরে অতিথিসহ সকলের খাবার ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। প্রাক্তন ছাত্র অধ্যক্ষ আব্দুল হাই বারীর সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এফ এম এ এইচ তাকী, আরবী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. শেখ মুহা. আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা জামায়াতের নায়েবে আমির নাজমুল হক, প্রাক্তন শিক্ষার্থী ড. আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সাত্তার, অ্যালামনাই ব্যাংকার শরীফ উদ্দিন প্রামাণিক, আব্দুল আলীম, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের অতিথিসহ উৎসবে অংশ নেওয়া সব প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সেইসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..