বহিরাগতদের বিরুদ্ধে জোরপুর্ব ধান কাঁটার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে কাঁটা ধান জব্দ করে জিম্মায় রেখেছেন। শুক্রবার সকালে উপজেলার দেলুটি- মাগুরায় ফসিয়ার রহমানের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জমির মালিক অর্জুন মন্ডলের আশঙ্কা রাত্রে যে কোন সময় প্রতিপক্ষ সেলিম হাওলাদাররা ধান তছরুপ করতে পারেন।
বটিয়াঘাটা বারআড়িয়ার মৃতঃ,অশ্বিনী কুমার মন্ডলের ছেলে অর্জুন মন্ডল জানান, পৈত্রিক সুত্রে দেলুটি-মাগুরায় ১৯০ খতিয়ানে এসএ ৯২,৯৫ ও বিআরএস ২২৮ দাগে ৫ একর ৪২ শতক জমির মধ্যে ৩ একর ২৯ শতক জমি দীর্ঘকাল ভোগ দখল করে আসছি। এ জমির বিরোধ নিয়ে হাইকোর্টর মামলা নিষ্পত্তি হলে ঘের মালিক ফসিয়ার সাহেবের পরিবার এক সাথে ৩ বছরের হারির টাকা পরিশোধ করেছেন। তিনি ও জমির বর্গাদার মাগুরার সুধীর-ঈশান মন্ডল অভিযোগ করেন, কোন কারন ছাড়াই স্থানীয় সেলিম হাওলাদার লাঠিসোটা নিয়ে ৫০/৬০ জন বহিরাগত লোক নিয়ে শুক্রবার সকালে জোর করে ধাঁন কাটা শুরু করলে আমরা বাঁধা দিলে ওরা জীবন নাশের হুমকি দেয়। পরবর্তীতে সেলিম হাওলাদার তার ছেলে আমিরুল, রশীদ গাজী,জহির গাজী আলতাফ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। অভিযোগ পেয়ে থানার এএসআই ওয়াজেদ আলী ঘটনাস্থলে পৌছে কাটা ধান জব্দ করে স্থানীয় খোকন মন্ডলের জিম্মায় রেখে দু’পক্ষের স্বাক্ষর নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে ধান জব্দ করে জিম্মায় রাখা হয়েছে।
মোঃ খোরশেদ আলম,পাইকগাছায় খুলনা প্রতিনিধি
আপনার মন্তব্য প্রদান করুন...