বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পারভিন সমাজ কল্যাণ সংস্থার শাখা ব্যবস্থাপক সুমন সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে।
জানা গেছে, উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা নামে ২০২২ সালে সংস্থার শাখা খুলে কার্যক্রম শুরু করে। শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষণ কর্মকর্তা ও মাঠ সংগঠকসহ সাতজন কর্মচারী সংস্থার শাখাটি পরিচালনা করে আসছিলো। গত বুধবার গ্রাহকরা সংস্থার কার্যালয়ে গিয়ে দেখে প্রধান ফটকে তালা। তারা শাখা ব্যবস্থাপকসহ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
মাঠ কর্মীরা থাকলেও তারা কোন সদুত্তোর দিতে পারে না। গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে শাখা ব্যবস্থাপক সুমন সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের সঞ্চয়ী ও ডিপিএস এর প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী গ্রাহক তালোড়া পৌর এলাকার হিন্দুপাড়ার সুচিত্রা রানী মহন্ত জানান, তিনি গত বছরের মে মাসে পাঁচ বছর মেয়াদী ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। সেই সাথে মাসিক ২শ’ টাকার ডিপিএসও খোলা রয়েছে।
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...