কচুবুনিয়া ও বাইশারাবাদ স্লুইসগেটের পাশে খালাসির সরকারি সম্পত্তি দখল করে পাকার দোকান নির্মাণ করায় জনসাধারণের চলাচলের অসুবিধার কারণে প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের নামে মোঃ সেলিম সরদার ও আবু বক্কার নারীঘটিত মামলা দিয়ে টাকা হাতিয়ে নেয়া সহ সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক সরকারের অনুকুলে নেয়ার দাবীতে পাইকগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কচুবুনিয়া ও বাইশারাবাদ প্রকল্প ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন স্থানীয় বাসিন্দা মোঃ ইউছুপ মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ী আমান উল্লাহ আমান। এসময় বক্কতৃতা করেন, স্থানীয় এলাকাবাসী আশ্রয়ণ প্রকল্পের সাবেক সেক্রেটারি মোঃ হাসান, সাব্বির, মোছা. আমেনা, কচু বিশ্বাস, কসিমুদ্দীন বিশ্বাস, শাহাবুদ্দিন সরদার, আবু জাফর, জিয়াদুল মোড়ল, কাকলি, শাহিদা, নূর ইসলাম, সামসুদ্দীন, আরশাদ সরদার, রহমান গাজী। এসময় শতাধিক কচুবুনিয়া ও বাইশারাবাদ প্রকল্প ও এলাকাবাসীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...