সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দালালের হাতে মারধরের শিকার জহিরুল

বিশেষ প্রতিনিধি / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫

আওয়ামী লীগের দালাল বিএনপির পরিচয় দানকারী নেতা সন্ত্রাসী শামিম ঢালী ও তার সাংগ পাংগরা ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে মারধর করেছে এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে ।এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন আহত ডাক্তার জহিরুল ইসলাম।জানা যায়, সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ডে শামীম ঢালীর সাথে বাবু ও আকাশ ওরা দুইজন বৈষম বিরোধী হত্যা মামলার আসামি,তাদের নিয়ে বিএনপির কর্মী ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতিকে মারধর করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে। অভিযোগ টি হুবাহু তুলে ধরা হলো ঃ বরাবর, অফিসার, ইনচার্জ,সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।বিষয়ঃ অভিযোগ।জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জহিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-নুর জাহান বেগম, সাং- কদমতলী কলেজ রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আপনার থানায় হাজির হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী ১। শামীম আহম্মেদ ঢালী (৪৫) ৭নং ওয়ার্ড বিএনপি সদস্য, পিতা- অজ্ঞাত ২। আকাশ (২৬), পিতা- অজ্ঞাত, ৩। শাগর বাবু (৩৫), পিতা- অজ্ঞাত, ৪। শাহ আলম (৩৫), পিতা- অজ্ঞাত, ৫। সাব্বির (২৬), পিতা- অজ্ঞাত, ৬। নিলয় (২৮), পিতা-অজ্ঞাত, ৭। আল আমিন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, ৮। আশরাফুল আলম বাবু (৪২), পিতা- অজ্ঞাত, ৯। সোলায়মান ভূইয়া, পিতা-অজ্ঞাত, সর্ব সাং-কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আমার কদমতলী কলেজ রোড বর্ণমালা স্কুল এর সাথে জন্নাত মেডিসিন সেন্টার নামে একটি ঔষদের দোকান আছে। ১নং ও ৮ নং বিবাদীদ্বয়ের সাথে আমার গরুর হাটের ইজারা নিয়ে মন মালিন্যে ও কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় বিবাদীদ্বয় আমাকে এলাকায় থাকতে দিবে না মর্মে হুমকি প্রদান। অদ্য ০৮/০৫/২০২৫ খ্রি. দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে উক্ত বিবাদীদ্বয় সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী কলেজ রোড বর্ণমালা স্কুলের পাশের আমার ঔষদের দোকান এসে আমাকে এলোপাথারি মারধর শুরু করে এবং জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে ১নং বিবাদী শামীম আহম্মেদ ঢালী বাড়ীর নিচ তলায় অফিস রুমে আটক রেখে চর থাপ্পর কিল ঘুষি মেরে আমার শরীরে বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। আমি যদি এলাকা ছেড়ে চলে না যাই তাহলে আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়। এমতাবস্থায় আমি কোন উপরন্ত উপায় না পাইয়া ঘটনার বিষয়টি নিকটস্থ আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।অতএব, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের সদয় মর্জি হয়।
বিনীত
(মোঃ জহিরুল ইসলাম)
মোবাঃ ০১৬২০১২৮২২৬

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..