সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

গভীর রাতে ছুরিকাঘাতে যুবক খুন

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন মহাসড়কের পাশে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আনোয়ার হোসেন রেনেটা লিমিটেডের বেতগাড়ী কার্যালয়ে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে অফিস শেষে মাঝিড়ার বাসায় ফিরছিলেন আনোয়ার। পথে ফটকি ব্রিজ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বুকের ডান স্তনের পার্শ্বে, বুকের নিচে ও ডান হাতের কুনই এবং কব্জির মাঝামাঝি স্থানে চাকুরী আঘাতের চিহ্ন দেখে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..