সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২৮) নামের ট্রাক ড্রাইভার নি’হ’ত হয়েছে। দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘ’টনা ঘটে। নি’হ’ত ড্রাইভার পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র। এ সময় আহত হেলপার একই এলাকার মমতাজ উদ্দিনের পুত্র লায়ন মিয়া (২৫)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা নামক স্থানে (ঢাকা-রংপুর) মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে ছিল। এসময় গুড়িগুড়িও বৃষ্টি হচ্ছিল। পরে থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একই মুখী অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল। আর হেলপার গাড়ীটি চালাচ্ছিল। দুর্ঘটনার পরপরই চালককে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান। এ দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের ধারনা, অদক্ষ হেলপার চোখে ঘুম নিয়ে চালানোর ফলে এ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। মরদেহ উদ্ধার করে স্বজনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..