মঙ্গলবার (২০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালি ইউনিয়নের সুখদাড়া বাজার সংলগ্ন ঝপঝপিয়া নদীতে এক নারীর (বয়স আনুমানিক ৪০) গলাকাটা, মাথাবিহীন অজ্ঞাত লাশ জেলের জালে উঠে আসে।
স্থানীয়রা লাশ দেখতে পেয়ে দ্রুত বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...