সংবাদ শিরোনাম :
বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার : গ্রেপ্তার ২ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান – প্রভাষক আতাউর রহমান ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন গোলাম ফারুক খোকনের বাবা হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ড্রেনে গ্যাস জমে সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার শেরপুর উপজেলায় আইনসৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত  গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি,আতংকিত এলাকাবাসী
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

মিন্টু ইসলাম / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি কমার সঙ্গে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে শহড়াবাড়ি গ্রামের বিস্তীর্ণ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ধারা এখন ধেয়ে আসছে জনবসতির দিকে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নদীভাঙন রোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় স্পার নির্মাণ করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সম্প্রতি যমুনার পানি কমতে শুরু করায় নদীতে প্রবল স্রোত বইছে। প্রচণ্ড স্রোতের ঘূর্ণাবর্ত বারবার আঘাত হানছে নদীপাড়ে। ফলে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙনে বহু চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এখন তারই খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, ‘উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..