সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

শব্দর আলীর নেতৃত্বে দুই হাজার কর্মীর বহর নিয়ে সুমনের জনসভায় শক্তিশালী উপস্থিতি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
oplus_0

আড়াই হাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শব্দর আলী-এর নেতৃত্বে প্রায় দুই হাজারের অধিক কর্মী-সমর্থকের বিশাল বহর নিয়ে যোগ দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এর ডাকে অনুষ্ঠিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে।

শনিবার বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয়।
মোঃ শব্দর আলীর নেতৃত্বে বিশাল মিছিলটি স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।

স্থানীয় নেতাকর্মীদের মতে, যুবদলের এই শক্তিশালী অংশগ্রহণ প্রমাণ করেছে— আড়াইহাজারে বিএনপির প্রতি তরুণ প্রজন্মের আস্থা ও একাত্মতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
নেতা শব্দর আলী বলেন, “মাহমুদুর রহমান সুমন ভাই হচ্ছেন আড়াইহাজারের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। যুবদল সবসময় তাঁর পাশে ছিল, আছে, থাকবে।”

র‍্যালি শেষে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। তরুণদের উপস্থিতিতে যেন নতুন প্রাণ ফিরে পায় আড়াইহাজারের রাজপথ— যেখানে ভেসে উঠেছিল একটাই স্লোগান, “সুমনের নেতৃত্বে পরিবর্তনের পথে আড়াইহাজার!”

মোঃ শব্দর আলীর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আড়াইহাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন সোহেল, আড়াইহাজার থানা তাতিদলের সভাপতি আনোয়ার হোসেন, আড়াইহাজার পৌর মৎস্যজীবী দলের সভাপতি জামান, সাধারণ সম্পাদক নবী হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ রাসেল, আহাম্মদ চিশতি, আক্তার, আনোয়ারসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..