সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

ফেসবুকে হাহা রিয়েক্ট, ছুরিকাঘাত, আহত ৪

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ফেনীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয় নিলয় নামের ওই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হাহা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে অমতিসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এটি নিয়ে জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলে আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..