সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড়

হুমায়ুন কবির ফরিদী / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাস্টার দিয়ে পিটিয়ে এক ছাত্রীকে রক্তাক্ত আহত করার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বিগত ৯ই নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় এই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হাসাহাসি করলে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ উপজেলার নন্দিরয়ারগাঁও (পূর্বপাড়া) গ্রাম নিবাসী মুজিবুর রহমান এর মেয়ে অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদা বেগম(১৪)কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছেন। পরে এই ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শ্রেনী কক্ষে মারপিঠের সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে আহত ছাত্রী সাইদা বেগম এর পিতা মুজিবুর রহমান বলেন, আমার মেয়েকে অমানবিক ভাবে মারপিট করে রক্তাক্ত আহত করেছেন প্রধান শিক্ষক ফরুক আহমেদ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করেছি।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল ও অবিভাবক মহল তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একজন কোমলমতি ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করায় হতভম্ব হয়ে পড়েছি। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীকে এমনভাবে মারপিঠ করবেন এটা মেনে নেওয়া যায় না। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরুক আহমেদ এর মোবাইল ফোনে ফোন দিয়ে নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..